নগরঘাটা প্রতিনিধি ॥ নগরঘাটায় খাদ্যের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে ১৭/১৮ ভরি স্বর্ণ, একটি মোটরসাইকেল এবং নগদ ২ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে একটি সঙ্ঘবদ্ধ চোর চক্র। গত ১৭ ই এপ্রিল গভীর রাতে এই চুরির ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের রথখোলা গ্রামে। ভুক্তভোগী পারিবারিক সূত্রে জানা যায়, রথখোলা গ্রামের মৃত গোপাল মন্ডলের পুত্র রমেশ মন্ডলসহ পরিবারের অন্যান্য সদস্যরা রাতের খাবার খেয়ে প্রতিদিনের ন্যায় যে যার মতো করে ঘরে ঘুমিয়ে পড়ে। এরপর সকালে তাদের ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় একই গ্রামের দর্জি নব কুমার মন্ডল তাদের বাড়িতে গিয়ে ডাকাডাকি করতে থাকে। অনেকক্ষণ ডাকাডাকির পর পরিবারের সদস্যরা তাদের নিজে নিজে ঘর থেকে অস্বাভাবিক অবস্থায় বাহিরে আসছে দেখে। এ সময় নবকুমার মন্ডলের সন্দেহ হলে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তাৎক্ষণিকভাবে ঘরের ভিতরে প্রবেশ করে। সেখানে গিয়ে আসবাবপত্রের সকল জিনিসপত্র এলোমেলো দেখতে পায়। রমেশ মন্ডলের মা জানান তাদের সংরক্ষণ করে রাখা ১০ ভরি স্বর্ণালংকার, একটি অ্যাপাচি মোটরসাইকেল এবং নগত ২ লক্ষ টাকা চুরি হয়ে গেছে। তবে তিনি জানান পরিবারের সকল সদস্যরাই আমরা অচেতন অবস্থায় ছিলাম। এ ঘটনা তাৎক্ষণিকভাবে পাটকেলঘাটা থানাকে অবহিত করা হয়েছে। তবে পুলিশ ঘটনার পরিদর্শন করেছেন বলে তিনি জানান।