নগরঘাটা প্রতিনিধি ঃ নগরঘাটায় খালের উপর ব্রীজ নির্মানের জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী। নিমতলায় খালের উপর বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুকি নিয়ে প্রতিদিন শত শত কর্মজীবি মানুষ। মাথায় বোঝা আর কোলে বাচ্চা এমন দৃশ্য প্রতিদিন সাকোর উপর নৈমিত্তিক ব্যাপার। প্রত্যক্ষদর্শীরা জানান ঘেরে মাছ মারার সময় এলে ড্রাম ভর্তি মাছ কাধে করে পারাপারের সময় খুব বেগ পেতে হয়। বোরো ধান কাটার মৌসুম এলে সব চেয়ে বেশী বিড়ম্বনার শিকার হতে হয়। এ ব্যাপারে কথা হয় নিমতলা গ্রামের সন্জয় সরকারের সাথে তিনি জানান এখানে আগে একটা জরার্জীর্ণ কালভার্ড ছিল কিন্ত সেটা নষ্ট হয়ে যায়। পরে এলাকাবাসী এবং ঘের মালিকদের উদ্যোগে একটি অস্থায়ী বাশের সাকো তৈরি করা হয়। ইউপি সদস্য মোঃ নূরুজ্জামান মুকুলে সাথে তিনি দৈনিক দৃষ্টিপাতকে জানান জনবহুল এই ব্রীজটি নির্মানের জরুরী। তাই যাহাতে উক্ত ব্রীজটি দ্রুত নির্মান হয় সে জন্য আমি সংশ্লিষ্ট কতৃপর্ক্ষকে অবহিত করবো।