বিলাল হুসাইন নগরঘাটা থেকে ঃ তালার নগরঘাটায় মৎস্য চাষের পাশাপাশি ঘেরের ভেঁড়িতে অফসিজন তরমুজ চাষ করে আয় করছেন কাপাসডাঙ্গা গ্রামের শীবপদ শীলের পুত্র কৃষক নিরমল। দুই বছর ধরে তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় প্রদর্শনীর মাধ্যমে তিনি অফসিজন তরমুজের চাষ শুরু করেছেন। গত বছর তরমুজ বিক্রি করে বেশ লাভবান হয়েছেন। কিন্ত এ বছর প্রখর খরার কারণে লাভের আশা দেখছেন খুবই কম। তবে আবহাওয়া অনূকুলে থাকলে হয়তো বা গত বছরের তুলনায় এ বছরও পর্যাপ্ত পরিমান ফলনে ধরণ বেশী হত। অনেকেই তার দেখে আগামিতে ঘেরের ভেঁড়িতে তরমুজ চাষ করবেন বলে অনেক কৃষক জানিয়েছেন। সে ক্ষেত্রে কৃষকরা চায় উপজেলা কৃষি কর্মকর্তার সার্বিক সহযোগীতা। নিরমল জানান গত বছর একটা তরমুজের ওজন হয়েছিল ১১ থেকে ১২ কেজী। নগরঘাটা দক্ষিণ বিলে নিরমলের নিজস্ব ঘেরে অল্প পরিসরে ভেড়ীতে তরমুজ চাষ করেন। তাতে ফল বিক্রি করা হয় ৪০ থেকে ৪৫ হাজার টাকার মত। তবে এবছর তরমুজের ওজন হয়েছে ৭ থেকে ৮ কেজির মত। কালোমানিক এবং হলুদ দুই জাতের তরমুজ চাষ করেছেন তিনি। এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস সালাম দৈনিক দৃষ্টিপাতকে জানান অল্প পরিসরে প্রদর্শনী হিসাবে তরমুজ চাষের জন্য কৃষক নিরমল এবং মোঃ আসাদুর রহমানকে বীজ দেওয়া হয়েছে। তবে আগামিতে কৃষকরা চাইলে তরমুজ চাষের জন্য কৃষকদেরকে যতেষ্ট পরিমান উদ্বুদ্ধ করা হবে।