বিলাল হুসাইন নগরঘাটা থেকে \ তালার নগরঘাটায় মৎস্য ঘেরের ভেড়িতে লাউ চাষ করে বাড়তি আয়ের পথ খুঁজছেন নগরঘাটা হাজরাতলা গ্রামের মৃত শাহাদ আলী আনসারীর পুত্র কৃষক মোঃ ইনদাদুল ইসলাম। দুই বছর ধরে অনাবৃষ্টির কারণে মৎস্য চাষীরা বেশ ক্ষতির মধ্যে রয়েছেন। এই ক্ষতি পুষিয়ে উঠতে তাই মাছ চাষের পাশাপাশি কৃষকরা ঘেরের ভেড়িতে তরকারি উৎপাদনের পন্থা বেছে নিয়েছেন। এসিআই কোম্পানির হাইব্রিড জাতের লাউ চাষ করেছেন কৃষক মো: ইমদাদুল ইসলাম। তিন বিঘা জমির ঘেরের ভেড়িতে মোট ৪০০ মত লাউয়ের বীজ রোপন করেছে। বৈশাখ মাসের প্রথম দিকে বীজ রোপণ করেছে। চারা রোপনের ঠিক দুই মাস পর থেকে গাছে লাউ আসতে শুরু করে। বর্তমানে তিনি প্রায় এক মাস দরে গাছ থেকে লাউ উঠাতে শুরু করেছে। প্রথম থেকে লাউ স্বল্প পরিসরে উঠতে শুরু করলেও তা আস্তে আস্তে বাড়তে থাকে। বর্তমানে তিনি প্রতিদিন ৮০ থেকে ৯০ পিছের মত লাউ উত্তোলন করছেন। প্রথম দিকে লাউ বিক্রি করেছেন ২৮ টাকা থেকে ৩০ টাকা দরে। বর্তমানে ১৮ টাকা থেকে ২০ টাকা দরে লাউ বিক্রি করছেন। এই পর্যন্ত তিনি ৩০ থেকে ৩৫ হাজার টাকার লাউ বিক্রি করেছেন। তবে তিনি জানান এইভাবে শেষ পর্যন্ত বিক্রি হয় তাহলে ৪৫ থেকে ৫০ হাজার টাকার মত লাউ বিক্রি করবেন। তবে অল্প খরচে বেশি লাভবান হওয়ায় আবার নতুন করে লাউয়ের বীজ রোপণ করবেন বলে তিনি জানান।