নগরঘাটা প্রতিনিধিঃ মুসলিম সম্প্রদায়ের কোরবানির ঈদকে সামনে রেখে তালা উপজেলায় নগরঘাটা ছাগলের হাট জমজমাট। চলছে বেছা কেনা, সেই সাথে দর কষাকষি। ছিল ক্রেতা বিক্রেতাদের উপছে পড়া ভিড়। গত মঙ্গলবার বাজার বাজার ঘুরে এমনটাই চোখে পড়ে। সপ্তাহে এই পোড়ার বাজারে দুই দিন থাকে হাটবার। তবে অন্যান্য দিনের তুলনায় ঈদকে সামনে রেখে আশপাশের এলাকা থেকে বাজারে বিক্রয়ের জন্য আনা হয় শত শত ছাগল। ছাগল বিক্রেতা কৃষ্ণনগর এলাকার ইসলাম সরদার জানান, শখের ছাগলটি এনেছি একটু ভাল দামে বিক্রয়ের জন্য। ৩০ হাজার টাকা চাচ্ছি তবে এখন পর্যন্ত ২৫ হাজার দাম উঠেছে। চাহিদা মত দাম পেলে ছেড়ে দেব। সাইদুল নামের এক ক্রেতা বলেন, দাম তো একটু বেশি চাওয়া হচ্ছে। দর কষাকষি করলে ক্রয় করা সম্ভব। স্থানীয়রা জানান, অন্য সময়ের তুলনায় এবার ঈদের বাজার বেশ জমে উঠেছে। দাম একটু বেশি। তাই দর-দামে মিলে গেলে কিনে নিচ্ছেন অনেকেই। সামনে আর একটা হাট পাওয়া যাবে তাই অনেকেই আজই কেনার চেষ্টা করছেন।