বিলাল হুসাইন নগরঘাটা থেকে ঃ তালার নগরঘাটায় বর্ষার মৌসুমের পানি দ্রুত নিস্কাসন না হওয়ায় সৃষ্ট হচ্ছে জলাবদ্ধতা। বেতনা নদী ভরাট হয়ে নব্যতা হারিয়ে নগরঘাটা ইউনিয়নের পানি নিস্কাসনের একমাত্র খালগুলো তাদের যৌবন হারিয়ে ফেলেছে। খানাগুলি ভরাট হওয়ার উপক্রম। সংকীর্ণ হয়ে যাচ্ছে খালের দৈর্ঘ্যপ্রস্থ। একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় এলাকারা নিম্মাঞ্চল। যত্রতত্র মৎস্য ঘের গড়ে ওঠার কারণে পানি নিস্কাসনে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ফলে বর্ষা মৌসুমে পানি দ্রুত নিস্কাসন না হওয়া সৃষ্ট হয় দীর্ঘ জলাবদ্ধতা। উচু ফসলি জমিগুলো জোয়াতে দেরী হয়। সে কারণে কৃষকদের আগাম কাচামাল চাষাবাদে বিলম্বীত হত হয়। অল্প বৃষ্টিপাত হলেই খালগুলোতে পানিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। তবে খালগুলোতে ময়লা আবর্জনা এবং কচুড়ীপোনা শেওলায়সহ বিভিন্ন জাতের শেওলায় থাকে পরিপূর্ণ। মাছ ধরার জন্য খালে নেট পাটা বসিয়ে পানি নিস্কাসনে বাধাগ্রস্থ করে এলাকার একশ্রেনীর অসাধুচক্র। এমতাবস্থায় এলাকার খালগুলো পূনঃখননপূর্বক জলাবদ্ধতা দূরীকরণসহ পানি নিস্কাসনের যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।