বিলাল হুসাইন নগরঘাটা থেকে \ নগরঘাটায় বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে গ্রীস্মকালিন কপি। এবছর নগরঘাটা ও ধানদিয়া ইউনিয়নে কপি চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। বাড়তি লাভের আশায় গ্রীস্মকালিন কপি চাষের দিকে ঝুকছেন এলাকার প্রান্তিক কৃষকরা। এমনই একজন সফল কৃষক যিনি বানিজ্যিকভাবে লাভের আশায় আগাম কপি চাষাবাদ শুরু করেছেন তালা উপজেলা ধানদিয়া ইউনিয়নে পাঁচপাড়া গ্রামের মৃত্যু পীর আলী খাঁর পুত্র মোঃ মচরুপ আলী খাঁ। জমি বর্গা নিয়ে ১ বিঘা জমিতে এবছর বাঁধাকপি আবাদ করেছেন তিনি। কপি উঠা পর্যন্ত মোট খরচ ধরেছেন ২০ হাজার টাকা আনুমানিক। তবে বাজার দর শেষ মূহুর্ত পর্যন্ত যদি ঠিকঠাক মত থাকে তাহলে বেশী পরিমান লাভের আশা করছেন তিনি। বর্তমানে প্রতি কেজী বাঁধাকপি বাজারে বিক্রি হচ্ছে ৩০ টাকা থেকে ৩৫ টাকা এবং ফুল কপি বিক্রি হচ্ছে ৬০ টাকা থেকে ৬৫ টাকা দরে। তবে ক্রেতারা জানান বাজারে নতুন কপি উঠলে কেনার আগ্রহ থাকে একটু বেশী। তাই দাম যাই হোক না কেন সেটা মুখ্য বিষয় নয়। বিষয়টা হচ্ছে বাজারে নতুন কপি উঠেছে কিনতে হবে। তবে অনেক সময় গল্পের ছলে কথা হয় নতুন বছরে কেউ কপি খেয়েছেন কিনা। তবে এ ব্যাপারে তথ্য জানার জন্য তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুনের সাথে কথা হলে তিনি জানান গ্রীস্মকালিন কপির চাষ কেউ করেছেন কিনা আমার জানা নেই। যদি কেউ কপি চাষ করে থাকে তাহলে খোঁজ খবর নিয়ে দেখবো।