বিলাল হুসাইন নগরঘাটা থেকে ঃ নিত্যপন্যের মূল্য বৃদ্ধির পাশাপাশি নগরঘাটায় মাছের বাজারে আগুন। দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মাছ ক্রেতারা। এমন দূর্বিসহ পরিস্থিতিতে যাদের মাছ আনতে পান্তা ফুরায় রীতিমত তাদেরকে হিমশিম খেতে হচ্ছে সংসার পরিচালনায় দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি। সেই সাথে মাছের বাজারগুলোতে মূল্য বৃদ্ধিতে নেমে পড়েছে প্রতিযোগীতায়। এমন পরিস্থিতে মাছ ক্রয় করা তাদের পক্ষে একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তবে বর্তমানে বাড়ীতে আতœীয় স্বজন এলে সবচেয়ে বেশী বিপাকে পড়তে হচ্ছে তাদের। সম্মান বাঁচাতে গিয়ে অন্যের কাছ থেকে টাকা ধার করে মাছ ক্রয় করতে বাধ্য হতে হচ্ছে। ক্রেতারা জানান প্রতি কেজি বড় রুই মাছের পাইকারী মূল্য ২৮০ টাকা, মৃগেল ২৩০ টাকা, সিলভার ১৮০ টাকা, মনোসেক্স ১৬০ টাকা, ট্যাংরা ৪০০ টাকা, গলদা ১২০০ টাকা, কাতল ৩০০ টাকা, শোয়েল ৬৫০ টাকা, দেশী চিংড়ি ৪০০ টাকা, পুটি ১৫০ টাকা, তিলাপিয়া ১৪০ টাকা, পাতাড়ি ৭০০ টাকা ,পাংগাস ১৫০ টাকা ,এবং বাগদা ১৩৫০ টাকা, দরে বিক্রি হচ্ছে। ক্রেতা সাধারন জানান দিনের পর দিন পরের ক্ষেতে কাজ করে আসছি। হাড়ভাঙ্গা পরিশ্রম করে প্রতিদিন কামায় করি ৩০০ টাকা। এই স্বল্প আয়ে চাউলতো কিনতে হবে আর বাকী টাকা দিয়ে তরিতরকারী মাছ কিনবো কি করে ? এ যেনো মরার পর খাড়ার ঘা। আসলে এই পৃথিবীতে গরীবদের দেখার মত কেউ নেই একমাত্র আলাহ ছাড়া।