নগরঘাটা প্রতিনিধি ঃ নগরঘাটায় সড়ক দূর্ঘটনায় আহত শিক্ষক মোঃ মতিয়ার রহমান (৬০) এর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর আড়াইটার দিকে বিদ্যালয় থেকে বাড়ী ফেরার পথে ভৈরবনগর আসা মাত্রই দূর্ঘটার কবলে পড়েন শিক্ষক মোঃ মতিয়ার রহমান। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শিক্ষককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক মোঃ মতিয়ার রহমানের মৃত্যু হয় । সদালাপী ও সুশিক্ষিত মেঃ মতিয়ার রহমানের মৃত্যুতে মিঠাবাড়ী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উলেখ্য শিক্ষক মোঃ মতিয়ার রহমান বর্তমানে জুজখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের দায়ীত্বে ছিলেন। আজ সকাল ১০ টায় মিঠাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে বলে তাঁর পরিবার সূত্রে জানা গেছে।