বিলাল হুসাইন নগরঘাটা থেকে ঃ তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের আসাননগর আশ্রায়ণ প্রকল্পের অসহায় পরিবারগুলোর জীবনযাত্রা দূর্বিসহ হয়ে উঠেছে। সর্বশ হারিয়ে আজ তারা বাস্তুহীন। দারিদ্রের কষাঘাতে জর্জরিত একদিকে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি অন্যদিকে কর্মক্ষমতা না থাকায় একপ্রকার অলস জীবন অতিবাহিত করছে তারা ফলে সংসার পরিচালনায় নিয়মিত হিমশিম খেতে হচ্ছে তাদের জানাযায় ১৯৯৬ সালে নগরঘাটা আসাননগরের গড়ে ওঠে আশ্রায়ন প্রকল্পটি ৫টি ব্র্যাক বিশিষ্ট মোট ৫০ টি অসহায় বাস্তহীন পরিবারের মধ্যে সরকার একটি করে ঘর বরাদ্দ দেয় সরেজমিনে গিয়ে দেখা যায় ব্র্যাকের প্রায় সবকটি ঘরের টিনসেট জং ধরে ছিদ্র হয়ে নষ্ট হয়ে গেছে রাতে ঘুমালে চাঁদের আলো দেখা যায় ছিদ্রের ফাঁকা দিয়ে কোন প্রকার একটু বৃষ্টি হলেই ঘর এবং বাহির একাকার হয়ে যায়। নিত্য ব্যবহারিক টিউবওয়েলগুলো অকেজ হয়ে পড়ে আছে। ল্যান্টিনগুলো ব্যবহারে জন্য একেবারে অনুপোযুগী হয়ে যাওয়ার কারণে তার ভিতর শুকনা কাঠ জমা করে রেখেছে পরিবারগুলো। যার ফলে যত্রতত্র মলমূত্র ত্যাগ করে এলাকার পরিবেশ দারুনভাবে দূষিত করে তুলছে। এ ব্যাপারে কথা হয় অত্র ব্র্যাকের মোঃ শহিদুল ইসলামের সাথে তিনি জানান সরকার আমাদের জন্য ঘর বরাদ্দ দিলেও সে ঘরগুলো আজ একেবারে নষ্ট হয়ে বসবাসের অযোগ্য হয়ে গেছে। এখানে অনেকই এসেছেন বহুবার নামের তালিকাও করেছেন কিন্ত অজ্ঞাত কারণে আমরা আজও পর্যন্ত কোন কিছু পাইনি। এ ব্যাপারে তালা উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে কথা হলে তিনি দৈনিক দৃষ্টিপাতকে জানান। এ বিষয় সম্পর্কে আমরা অবগত আছি তবে আপাতত কোন বরাদ্দ নেই। টিউবওয়েলগুলো দ্রুত ব্যবস্থা করে দিবেন বলে আশ্বাস প্রদান করেন। তবে জরাজীর্ণ ঘরের চাল মেরামতের ব্যাপারে এসিল্যান্ডের ভিজিট করার পর সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।