নগরঘাটা প্রতিনিধিঃ নগরঘাটা থেকে ৫’শ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাটকেলঘাটা থানা পুলিশ। নগরঘাটা ইউনিয়নের নিমতলা এলাকা থেকে বুধবার রাত আনুমানিক সাড়ে ১২টার সময় ৫’শ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশ। সে পাটকেলঘাটা নগরঘাটা ইউনিয়নের বাজেবাড়ি গ্রামের আব্দুল মজিদ বাজের ছেলে। একাধিক অভিভাবকরা জানান , শুধু জাহাঙ্গীরকে না তার সাথে থাকা একাধিক মাদকসেবী ও ব্যবসায়ীদের আইনের আওতায় আনা খুবই জরুরি। তাদের কারণে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্ররাও মাদকে আসক্ত হচ্ছে। পাটকেলঘাটা থানার সেকেন্ড অফিসার এস আই সোলাইমান কবির আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।