নগরঘাটা প্রতিনিধি ঃ করোনা মহামারির পর এই প্রথম তালার নগরঘাটা নিমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে। গতকাল সকাল ৯ টা থেকে এই পরীক্ষা শুরু হয়। বিদ্যালয়ের ২০৯ জন শিক্ষার্থীদের মধ্যে ২০৫ জন শিক্ষার্থী উক্ত পরীক্ষায় অংশগ্রহন করে। উক্ত পরীক্ষা চলাকালিন সময় বিভিন্ন ক্লাস ঘূরে ঘেরে দেখেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিপ্রা হালদার সদস্য নিরঞ্জন কুমার সরকার সাংবাদিক মোঃ বিলাল হুসাইন ও মোছাঃ শারমিন খাতুন। উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আদিত্য কুমার সরকার সহকারী শিক্ষক মোঃ ইসমাই সরদার গুরুপদ সরকার শিল্পী খাতুন ও আরজুমান্দ বানু।