বিলাল হুসাইন নগরঘাটা থেকে ঃ তালার নগরঘাটায় গত তিন দিনের ব্যবধানে বাজারে খিরাই এর মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। জানাগেছে গত তিনদিন আগে বাজারে খিরাইয়ের মূল্য ছিল ২৪ থেকে ২৫ টাকা। সেই তিন দিন পর একই বাজারে খিরাইয়ের বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে ৪৯ থেকে ৫০ টাকা। ফলে পূর্বের দামের চেয়ে দ্বিগুণ হারে মুল্য বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে সাধারণ ক্রেতাদের। এছাড়া মহা বেকায়দায় পড়তে হচ্ছে বাইরে থেকে আসা পাইকারি ব্যবসায়ীদের। এমন অবস্থায় ক্রেতা বিক্রেতাদের মধ্যে পড়তে হচ্ছে নানান জটিলতায়। খিরাইয়ের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জানতে চাইলে নগরঘাটা ও ধান দিয়া এলাকার কয়েকজন চাষি জানান গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণের কারণে গাছের ফুল ঝরে যাওয়াসহ অস্বাভাবিক গরমের কারণে খিরাই এর মূল্য বৃদ্ধি পেয়েছে। যে কারণে গাছে কমতে শুরু করেছে উৎপাদন ক্ষমতা । খিরায়ের চাষাবাদ সম্পর্কে চাষী প্রকাশ সরকারের কাছে জানতে চাওয়া হলে তিনি দৈনিক দৃষ্টিপাতকে জানান প্রতিদিন তার নিজস্ব ঘেরের ভেড়ি থেকে ৪ থেকে ৫ মনের মত খিরায় উত্তোলন করে থাকেন । তবে তিনি বর্তমানে খিরাইয়ের বাজার মূল্য বেশি পাওয়ায় বেশ খুশি । খিরাইয়ের বাজার দর যদি এইভাবে ঠিকঠাক মত থাকে তাহলে ঘেরের ভেড়ি থেকে এবছর ভালো টাকার খিরাই কেনাবেচা হতে পারে বলে তিনি জানান। এদিকে খিরাই ক্রয় করতে আসা পাইকারি ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জানান হঠাৎ খিরার উৎপাদন কমে যাওয়ায় বাজার এর মূল্য বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ঢাকা, খুলনা, রাজশাহী, যশোর, ঝালোকাঠি সহ বিভিন্ন জেলা থেকে পাইকারি ব্যবসায়ীরা বাজারে ঢুকার কারণে খিরার কদর অতিমাত্রায় বেড়েছে বলে তিনি জানান।