নগরঘাটা প্রতিনিধি ঃ নগরঘাটা বায়তুল আমান জামে মসজিদের উদ্যোগে এলাকার অসহায় ও অসুস্থ্য ৮ জন ব্যক্তিকে নগত অর্থ প্রদান করা রয়েছে। গত শুক্রবার জুম্মার নামাজের পূর্বে নগরঘাটা বায়তুল আমান জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক মোঃ ইবাদুল ইসলামসহ মসজিদ কমিটি নেতৃবৃন্দ উপস্থিতে নগত অর্থ প্রদান করা হয়। মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুসারে জুম্মার নামাজ বাদ এলাকার অসহায় ও অসুস্থ্য ৮ জন ব্যক্তিকে মসজিদের ফান্ড থেকে নগত অর্থ প্রদান করা হয়। মানবিক সহায়তা পেলেন যারা- মোঃ হযরত আলী মোড়ল, মোঃ আব্দুল আলীম মোড়ল, মোঃ জাহাবক্স ঢালী, মোঃ আব্দুল মাজেদ আনছারী, মর্জিনা বেগম, রাবেয়া বেগম, নবীরণ বেগম এবং সরবানু বেগন।