নগরঘাটা প্রতিনিধি ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলা। আর সাতক্ষীরা জেলা একটি উপকূলীয় অঞ্চল। তাই প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনাকে বাস্তবায়নের লক্ষে জেলার ৭৮টি ইউনিয়নসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ করে যাচ্ছেন বাংলাদেশ জেলা আ’লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও বসন্তপুর নদী বন্দর কমিটির আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন। তারই অংশ বিশেষ হিসেবে গতকাল সকালে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে অবস্থিত বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের সাড়ে ৩’শ শিক্ষার্থীদের মাঝে হাসিমুখ সেঞ্চুরি’র পক্ষে থেকে গাছের চারা বিতরণ করেন জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক লায়লা পারভীন সেজুতি ম্যানেজিং কমিটির সভাপতি আক্তার-উল আলম। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান, সহকারি শিক্ষক পূর্ণ চন্দ্র সরকার, নরেশ চন্দ্র সরকার, মুকুল কুমার সরকার, নব কুমার ঢালী, রুহুল কুদ্দুস, কৃষ্ণপদ সরকার,বিশ্বনাথ সরকার, তপন কুমার রায়, তাপস কুমার রায়, সুশান্ত কুমার মন্ডল, উজ্জ্বল কুমার রায়, মোঃ খায়রুজ্জামানসহ শিক্ষার্থীরা।