শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নগরঘাটা মুন্ডাদের পরিবারের জীবন-জীবিকা পরিবর্তন এসেছে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

বিলাল হুসাইন , নগরঘাটা থেকেঃ মুন্ডারা মূলত দক্ষিণ এশিয়ার একটি বড় উপজাতি। ভারতের ঝাড়খণ্ড ও ছত্রিশগড় রাজ্যের ছোটনাগপুর অঞ্চল, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে এদের বাস। এছাড়া, বাংলাদেশের কোনো কোনো অঞ্চলেও এরা বাস করেন। মুন্ডা জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে তার নাম মুন্ডারি। সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের হরিণখোলা এলাকায় বসবাস করেন ৩২ ঘর মুন্ডা পরিবার। বছরের অর্ধেক সময় বিভিন্ন এনজিওর লোন নিয়ে জীবন জীবিকা নির্বাহ করেন বলে জানান বিজয় মুন্ডা ও বিমল মুন্ডা। ভাটায় ইট উৎপাদনের সময় তারা অনেকেই সেখানে নিজের জন বিক্রয় করেন। পাশাপাশি কৃষি কাজই তাদের একমাত্র ভরসা। তবে বিভিন্ন এনজিও, দাতা সংস্থা ও নগরঘাটা ইউনিয়ন পরিষদ থেকে সুযোগ সুবিধা পেয়ে থাকেন। মুন্ডারা সাধারণত বন-জঙ্গল ও মাটি কাটার সাথে আদিকাল থেকেই সম্পৃক্ত রয়েছে। বর্তমান সময়ে কৃষি কাজেই বেশি নির্ভরশীল নগরঘাটা এলাকায় বসবাস কারী মুন্ডারা। এখনো তারা মাটি কাটেন তবে সেটা ইট ভাটা গুলোতে। বিজয় মুন্ডা ও বিমল মুন্ডা দৈনিক দৃষ্টিপাত প্রতিনিধিকে জানান, তাদের বছরের অর্ধেক সময় ঘরে বসে দিন পার করতে হয়। তাদের বিশেষ পছন্দের খাদ্য হচ্ছে সিদ্ধ চালের ভাত, রুটি, কাঁচা ফল। তাদের খাদ্য তালিকায় ইদুর, শামুখ, কুচিয়া, কাকড়াও বিদ্যমান। সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিকতার জোয়ারে গা ভাসিয়ে অনেকে এখন ইদুর শামুখ খাওয়া বাদ দিয়েছে বলে জানা যায়। বর্তমানে সামাজিক ও শিক্ষার পরিবর্তনে অনেক মিশে গেছে সমস্ত জনজাতির সাথে। পড়াশোনা করছেন বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয় ও আশাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com