মীর আবু বকর \ সাতক্ষীরায় ৮ দিন ব্যাপী বিতর্ক প্রতিযোগিতা ২০২২ উদ্বোধন হয়েছে। সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে পৌরসভা ও সদর উপজেলার সকল মাধ্যমিক ও দাখিল সমমান ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা গতকাল সকাল ৯টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, মেধা বিকাশের ক্ষেত্রে বিতর্ক প্রতিযোগিতার বিকল্প নেই। বর্তমান তথ্য ও প্রযুক্তি যুগে নতুনত্ব সম্পর্কে জানতে হলে বিতর্ক প্রতিযোগিতা একমাত্র মাধ্যম। বিতর্কের মাধ্যমে নতুন নতুন তথ্য জানা যায়। এখন শুধু বই-পুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বইয়ের বাইরে বহু কিছু আছে যেটা আমরা জানি না। তিনি আরো বলেন, সাতক্ষীরার সন্তানরা সকল দিক দিয়ে এগিয়ে রয়েছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে তাদের আধিপত্য অনেক বেশি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। সন্ত্রাস ও জঙ্গিমুক্ত সাতক্ষীরা গড়তে সকলকে এক জায়গায় কাজ করতে হবে। জেলা প্রশাসক ও পাবলিক লাইব্রেরির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউলাহ-আল-হাদী, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা লিগাল এইড অফিসার ও সহকারী জজ মনিরুল ইসলাম, অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, সদর সহকারি কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাঃ সম্পাদক অধ্যাপক মোঃ মোজাম্মেল হোসেন, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাঃ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল। বিতর্ক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি যুগ্ম সাঃ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান বাবলা। এসময় উপস্থিত ছিলেন আব্দুর রব ওয়ার্ছি, মোঃ মশিউর রহমান বাবু, অধ্যাপক গাজী আবুল কাশেম, তৃপ্তি মোহন মলিক, প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, আমিনুল হক, প্রভাষক রেজাউল করিম, শেখ হারুন উর রশিদ, অধ্যাপক রফিকুল ইসলাম সহ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সকলের হাতে জেলা তথ্য অফিসের উদ্যোগে সচিত্র বাংলাদেশ ও নবারুণ পত্রিকা তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু।