মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

নতুন এক মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস স্পোর্টস: হার দিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার এশিয়া কাপে নিজদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরেছে টাইগাররা। হারলেও এই ম্যাচে নতুন এক মাইলফলক স্পর্শ করেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। বরাবরই ব্যাট হাতে আস্থার প্রতীক মুশফিক। তবে লঙ্কানদের বিপক্ষে ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও গøাভস হাতে করেছেন নতুন এক কীর্তি। উইকেটের পিছেনে দাঁড়িয়ে স্ট্যাম্পিংয়ের সেঞ্চুরি করেছেন মুশফিক। প্রথম এবং একমাত্র বাংলাদেশি উইকেটরক্ষক হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। শুধু তাই নয় বিশ্ব ক্রিকেটে চতুর্থ ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৩০তম ওভারে মেহেদী হাসানকে প্রথম বলে ডাউন দ্য গ্রাউন্ডে এসে খেলতে গিয়ে লাইন মিস করেন সাদিরা সামারাবিক্রমা। আর তাতেই আন্তর্জাতিক ক্রিকেটে স্টাম্পিংয়ে সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। মুশফিক ছাড়া স্ট্যাম্পিংয়ের সেঞ্চুরি করা বাকিরা হলেন-মহেন্দ্র সিং ধোনি (১৯৫), কুমার সাঙ্গাকার (১৩৯), কালুভিথারানা (১০১)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com