এফএনএস স্পোর্টস: একুয়েডরের দায়িত্বে সাবেক কাতার কোচ। কাতারের সাবেক কোচ ফেলিক্স সানচেসের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দিল একুয়েডর ফুটবল অ্যাসোসিয়েশন (এফইএফ)। চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সানচেস। তার মেয়াদ শেষ হবে ২০২৬ বিশ্বকাপে। কাতার বিশ্বকাপের গ্রæপ পর্ব থেকে একুয়েডরের বিদায়ের পর সরিয়ে দেওয়া হয় কোচ গুস্তাভো আলফারোকে। তার স্থলাভিষিক্ত হলেন সানচেস। সানচেসের কোচিংয়ে গত বিশ্বকাপে খেলে কাতার। ‘এ’ গ্রæপে সবগুলো ম্যাচ হেরে বিদায় নেয় স্বাগতিকরা। তিন ম্যাচে মাত্র একটি গোল করতে পারে মধ্যপ্রাচ্যের দলটি। সানচেস কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন বার্সেলোনা একাডেমিতে। ২০১৯ সালে তার হাত ধরে এশিয়ান কাপের শিরোপা জেতে কাতার।