নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি—টোয়েন্টি সিরিজের জন্য নতুন অধিনায়কের নেতৃত্বে দল ঘোষণা করেছে পাকিস্তান। সালমান আলি আগাকে টি—টোয়েন্টি দলের অধিনায়ক এবং শাদাব খানকে সহ—অধিনায়ক করা হয়েছে। ১৬ থেকে ২৬ মার্চ পর্যন্ত চলবে এই সিরিজ। ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানই থাকছেন, আর তার ডেপুটি হিসেবে থাকবেন সালমান আলি আগা। তিন ম্যাচের ওডিআই সিরিজটি হবে ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত। ২০২৫ এশিয়া কাপ ও ২০২৬ টি—টোয়েন্টি বিশ^কাপ সামনে রেখে পাকিস্তান দল গঠনের পরিকল্পনা থেকেই সালমানকে অধিনায়ক করা হয়েছে। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টি—টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিয়ে ২—১ ব্যবধানে জয় পেয়েছিলেন তিনি। এদিকে, ফখর জামান ও সাইম আইয়ুব চোটের কারণে দলে নেই। ফখর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে পাঁজরে চোট পান, আর সাইম জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে গোড়ালির চোটে পড়েন। তবে তারা পিএসএলের জন্য ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। অন্তর্বতীর্কালীন প্রধান কোচ হিসেবে আকিব জাভেদ দায়িত্ব পালন করবেন, আর ব্যাটিং কোচ হিসেবে যুক্ত হচ্ছেন মোহাম্মদ ইউসুফ।
টি—টোয়েন্টি স্কোয়াড:
সালমান আলি আগা (অধিনায়ক), শাদাব খান (সহ—অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, হারিস রউফ, হাসান নওয়াজ, জাহানদাদ খান, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলি, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মোকিম, উসমান খান।
ওডিআই স্কোয়াড:
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা (সহ—অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম—উল—হক, খুশদিল শাহ, মোহাম্মদ আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সুফিয়ান মোকিম, তায়্যাব তাহির। টি—টোয়েন্টি সিরিজের পর একজন উইকেটরক্ষক—ব্যাটার দলে যোগ দেবেন।
নিউজিল্যান্ড সফরের সময়সূচি—
টি—টোয়েন্টি সিরিজ:
১৬ মার্চ — প্রথম টি—টোয়েন্টি, হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ
১৮ মার্চ — দ্বিতীয় টি—টোয়েন্টি, ইউনিভার্সিটি ওভাল, ডানেডিন
২১ মার্চ — তৃতীয় টি—টোয়েন্টি, ইডেন পার্ক, অকল্যান্ড
২৩ মার্চ — চতুর্থ টি—টোয়েন্টি, বে ওভাল, মাউন্ট মাঙ্গানুই
২৬ মার্চ — পঞ্চম টি—টোয়েন্টি, স্কাই স্টেডিয়াম, ওয়েলিংটন
ওডিআই সিরিজ:
২৯ মার্চ — প্রথম ওডিআই, ম্যাকলিন পার্ক, নেপিয়ার
২ এপ্রিল — দ্বিতীয় ওডিআই, সেডন পার্ক, হ্যামিল্টন
৫ এপ্রিল — তৃতীয় ওডিআই, বে ওভাল, মাউন্ট মাঙ্গানুই