এফএনএস স্পোর্টস: ইংল্যান্ড ও মাল্টার বিরুদ্ধে ইউরো ২০২৪ বাছাইপর্বকে সামনে রেখে রবার্তো মানচিনি ৩০ সদস্যের ইতালি দলে তিন নতুন মুখকে অন্তর্ভূক্ত করেছেন। প্রথমবারের মত আজ্জুরিদের স্কোয়াডে ডাক পাওয়া তিনজন হলেন নিসের গোলরক্ষক ভøাদিমিরো ফালকোন, তুরিনো ডিফেন্ডার আলেহান্দ্রো বুনগিওরনো ও অ্যাথলেটিকো টাইগার স্ট্রাইকার মাতেও রেটেগুই। মানচিনি বলেন, ‘আমরা বেশ কিছুদিন ধরেই রেটেগুইকে দেখে আসছি। গত দুই মৌসুম ধরে আর্জেন্টাইন লিগে সে নিয়মিত খেলছে। আমাদের দলে এই মুহূর্তে যে প্রতিভার অভাব আছে সেটা তার মধ্যে রয়েছে।’ স্ট্রাইকার বাছাইয়ে এই মুহূর্তে দারুন দুঃশ্চিন্তার মধ্যে রয়েছেন মানচিনি। অভিজ্ঞ চিরো ইমোবাইল ইনজুরিতে রয়েছেন, নাপোলির গিয়াকোমো রাসপাদোরি ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের জিয়ানলুকা সামাক্কার ম্যাচ ফিটনেসের অভাব রয়েছে। মানচিনি বলেন, ‘রাসপাদোরি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলেও ইদানীং সে খুব বেশি ম্যাচ খেলেনি। সামাক্কা ইনজুরি কাটিয়ে দলে ফিরেছে, যে কারণে তার ফিটনেসের অভাব রয়েছে। আবারো মাঠে নামলে তাদের এই সমস্যা দূর হবে।’ নেপলসে আগামী বৃহস্পতিবার ইংল্যান্ডকে আতিথ্য দিবে ইতালি। এরপর ২৬ মার্চ মাল্টা সফরে যাবে আজ্জুরিরা।
ইতালি স্কোয়াড:
গোলরক্ষক: জিয়ানলুইজি ডোনারুম্মা, ভøাদিমিরো ফ্যালকোন, অ্যালেক্স মেরেত, ইভান প্রোভেডেল।
ডিফেন্ডার: ফ্র্যান্সেসকো আকারবি, লিওনার্দো বোনুচ্চি, আলেহান্দ্রো বুনগিওরনো, মাত্তেও ডারমিয়ান, জিওভান্নি ডি লোরেঞ্জো, ফেডেরিকো ডিমারকো, অ্যালেসিও রোমাগনোলি, গিওর্গিও স্কালভিনি, লিওনার্দো স্পিনাজ্জোলা, রাফায়েল টোলোই।
মিডফিল্ডার: নিকোলো বারেলা, ব্রায়ান ক্রিস্টান্টে, ডেভিড ফ্রাত্তেসি, জর্জিনহো, লোরেঞ্জো পেলেগ্রিনি, মাত্তেও পেসিনা, সান্দ্রো তোনালি, মার্কো ভেরাত্তি।
ফরোয়ার্ড: ডোমেনিকো বেরার্দি, ফেডেরিকো কিয়েসা, উইলফ্রিড জিনোটো, ভিনসেনজো গ্রিফো, সিমোনে পাফুন্ডি, মাত্তেও পোলিটানো, মাত্তেও রেটেগুই, গিয়ানলুকা সামাক্কা।