এফএনএস স্পোর্টস: সেভিয়া থেকে বিদায়ের পর এক মাসও চাকরিবিহীন থাকতে হলো না হোর্হে সাম্পাওলিকে। আর্জেন্টাইন এই ফুটবল কোচের নতুন অধ্যায় শুরু হচ্ছে ব্রাজিলের ফুটবলে। ঐতিহ্যবাহী ক্লাব ফ্লামেঙ্গোর দায়িত্ব নিতে যাচ্ছেন ৬৩ বছর বয়সী এই কোচ। ফ্লামেঙ্গো শুক্রবার বিবৃতিতে জানায় সাম্পাওলিকে নিয়োগ দেওয়ার খবর। কোপা লিবের্তাদোরেসের বর্তমান চ্যাম্পিয়ন ক্লাবটির সঙ্গে তার চুক্তি আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত। লা লিগায় টানা বাজে পারফরম্যান্সের পর গত ২১ মার্চ সাম্পাওলিকে বরখাস্ত করে সেভিয়া। স্পেনের ক্লাবটিতে তিনি দায়িত্বে ছিলেন ¯্রফে মাস পাঁচেক। খেলোয়াড়ী জীবনে তিনি ছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার, তবে কখনও শীর্ষ পর্যায়ে খেলতে পারেননি। কোচিংয়ে অবশ্য প্রায় ৩২ বছরের ক্যারিয়ার তার। আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বেও ছিলেন তিনি। তার কোচিংয়েই ২০১৮ বিশ্বকাপে খেলেন লিওনেল মেসিরা। ফ্লামেঙ্গোর আগে ব্রাজিলের অন্য দুই বিখ্যাত ক্লাব সান্তোস ও আতলেতিকো মিনেইরোর দায়িত্ব সামলেছেন তিনি। ফ্লামেঙ্গোতে তিনি ভিতর পেরেইরার স্থলাভিষিক্ত হচ্ছেন। কদিন আগেই পর্তুগিজ এই কোচকে ছাঁটাই করে ক্লাবটি।