বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর ১৭০ নং রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ঢালাই কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল ৬ ফেব্র“য়ারি সোমবার সকাল সাড়ে ৯ টায় পিইডিপি-৪ প্রকল্পের আওতায় (এলজিডির) বাস্তবায়নে এক কোটি ৩৪ লক্ষ টাকা ব্যয়ের তিন তলা বিশিষ্ট বিদ্যালয় ভবনের বেইজ ঢালাই কাজ উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গ, অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে ঢালাই কাজ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন শ্যামনগর পৌরসভার প্রশাসক মোঃ আক্তার হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, সহকারি প্রকৌশলী কে এম শহিদুল ইসলাম, কার্য সহকারী মোঃ মফিজুল ইসলাম মিঠু, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি জি এম গোলাম মোস্তফা, অত্র বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী, ঠিকাদার মোঃ সাইফুল ইসলাম, আলহাজ্ব নূর মোহাম্মদ গাজী, ব্যবসায়ী মোঃ আব্দুল হান্নান, মোঃ আব্দুর রশিদ, ওয়াজেদ আলী প্রমুখ। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিক্ষক হাফেজ মোঃ সাইফুলাহ।