এফএনএস বিনোদন: ভারতের তেলেগু সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা ঘন্টা নবীন বাবু। তবে নানি নামেই অধিক পরিচিত তিনি। তার পরবর্তী সিনেমা ‘দসরা’। তেলেগু ভাষার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন কীর্তি সুরেশ। শ্রীকান্ত ওডেলা পরিচালিত এ সিনেমা ৩০ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পাবে। মুক্তির শুরুতেই প্রভাস-পবনের রেকর্ড ভাঙতে যাচ্ছেন নানি। টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, বড় পরিসরে মুক্তি পেতে যাচ্ছে নানি অভিনীত ‘দসরা’ সিনেমা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহের সংখ্যার দিক থেকে প্রভাসের ‘বাহুবলি টু’, ‘সাহো’ এবং পবন কল্যাণের ‘অগ্নিথাভাসি’ সিনেমার রেকর্ড ভাঙতে যাচ্ছে নানির এই সিনেমা। যুক্তরাষ্ট্রের ৬ শতাধিক জায়গায় মুক্তি পাবে নানি-কীর্তি সুরেশের এই সিনেমা। পবন কল্যাণের ‘অগ্নিথাভাসি’ সিনেমা যুক্তরাষ্ট্রের সাড়ে ৫ শত জায়গা এবং ‘বাহুবলি-টু’ ৫০০ বেশি জায়গায় মুক্তি পেয়েছিল। যুক্তরাষ্ট্রের সর্বাধিক জায়গায় ভারতীয় দক্ষিণী সিনেমা মুক্তির তালিকায় শীর্ষে রয়েছে ‘ট্রিপল আর’ এবং ‘রাধে শ্যাম’। এ দুটো সিনেমার পরের জায়গা দখল করতে যাচ্ছে নানির ‘দসরা’। অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘দসরা’ সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন নানি-কীর্তি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন- প্রকাশ রাজ, রাজেন্দ্র প্রসাদ, রোশান ম্যাথিউ, সাই কুমার, পুর্ণা প্রমুখ। বড় বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন শুদ্ধকর চেরুকুরি।