কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ার লাঙ্গলঝাড়া আদর্শ দাখিল মাদ্রাসার সভাপতি মনোনয়নসহ এডহক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মো. আবু নসরকে সভাপতি করে ওই কমিটির অনুমোদন দেয়া হয়েছে। রোববার (৩০ জানুয়ারী) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যনের নির্দেশক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। নতুন সভাপতি প্রফেসর মো. আবু নসর সহ ৪ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সদস্য সচিব পদাধিকার বলে মাদ্রাসা সুপার মাওলানা আবুল খায়ের, অভিভাবক সদস্য মো. আব্দুল হান্নান ও সাধারণ শিক্ষক সদস্য আসমা খাতুন। বামাশিবো /প্রশা/ ২৩১২২১১৮৭০৭১/ ৫৮১১৯/ নথি-১৮ নং স্মারকের প্রজ্ঞাপনে বলা হয়েছে- ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ প্রবিধান অনুসারে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া আদর্শ দাখিল মাদ্রাসা পরিচালনার জন্য উলেখিত সদস্যদের সমন্বয়ে পত্র ইস্যুর তারিখ থেকে ৬ মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দেয়া হলো।’ প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও ব্যক্তির কাছে প্রেরণ করা হয়েছে বলে চিঠিতে বলা হয়েছে। এদিকে, নতুন পরিচালনা কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম জানান, ‘শিক্ষার গুনগত মানোন্নয়নে মাদ্রাসার যেকোন প্রয়োজনে বিগত দিনের মতো আগামিতেও সব সময় পাশের থাকার চেষ্টা করবো। ধর্মীয়, নৈতিক ও বাস্তবিক শিক্ষার প্রসারে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সাধারণ জনগণের সহায়তায় লাঙ্গলঝাড়া আদর্শ দাখিল মাদ্রাসাটি উত্তোরত্তর উন্নতি করবে বলে আশা করি।