বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ঘূর্নিঝড় মোখা পরিস্থিতিতে নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের সর্তকতা ও ভেড়িবাধ পরিদর্শন করা হয়েছে। গতকাল ১২ মে শুক্রবার বিকাল ৪ টায় উপজেলা ভাইস চেয়ারম্যান, স্থানীয় জনপ্রিতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে কৈখালী কালিন্দী নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের সর্তকতা ও ভেড়িবাধ পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। এসময় তিনি, ঘূর্ণিঝড় মোখা পরিস্থিতি মোকাবেলায় নদীতে মাছ ধরা জেলেদের সরকারি নির্দেশনা মেনে নদীতে নামার অনুরোধ জানানো সহ সকলকে সতর্ক থাকা আহ্বান জানান।কোনো প্রাকৃতিক দুর্যোগ এলেই উপকূলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। আগামী ১৩, ১৪ বা ১৫ মে’র মধ্যে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় মোখা’র আঘাত হানার সম্ভাবনা রয়েছে। সেজন্য সম্ভাব্য ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় আগেভাগেই প্রস্তুতি নেয়া হচ্ছে। উপজেলার উপকূলের ৫ টি ইউনিয়ন সহ সকল ইউনিয়নের আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। মাইকিং করা হবে। আশ্রয়কেন্দ্র ছাড়াও পাকা স্থাপনা যেমন স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ এগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। আশ্রয়কেন্দ্রে থাকা-খাওয়াসহ সার্বিক ব্যবস্থা করা হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সাংবাদিক এস এম জাকির হোসেন, ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন সহ নেতৃবৃন্দ।