আমাদের জীবন যেন নদীর মতন
সুখে হোক, দুঃখে হোক
আনন্দে কিংবা কষ্টে হোক
জীবন চলতেই থাকে আপন মহিমায়।
বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে
নদীর চলার মাঝে লুকিয়ে আছে
এগিয়ে যাওয়ার সংগ্রামী রূপ।
ঠিক তেমনি আমাদের জীবনে আছে নদীর মতো কত না সংগ্রাম,
কত না টানাপোড়ন।
কিন্তু নদী যেমন থেমে থাকে না
থেমে থাকে না জীবনের এগিয়ে যাওয়া
কারণ থেমে যাওয়া মানেই তো
স্তব্ধতা, পরিসমাপ্তি বা মৃত্যু।
আর জীবন মানেই বর্ণিলতা
উচ্ছ্লতা এবং প্রতি মুহূর্তেই
বেঁচে থাকার উৎসব।
তাই জীবন হয়তো থেমে থাকে না
কারণ নদীর মতোই এটাই তার ধর্ম।
কিন্তু জীবনকে জীবনের প্রকৃত গৌরবের পথে এগিয়ে নিয়ে যাওয়ার মাঝেই
রয়েছে তার প্রকৃত সার্থকতা।
কারণ নদী তো আছে কতই
কিন্তু পদ্মা তার স্বমহিমায় ভাস্কর
তা তাকে পদ্মা বা গঙ্গা
যে নামেই ডাকা হোক।