ফরিদুল কবির মথুরেশপুর থেকে \ কালিগঞ্জে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার সিমান্তবর্তী কালিন্দী, ইছামতি ও কাঁকশিয়ালী নদীর মোহনায় আব্দুল আজিজ নামের এক জেলের জালে কচ্ছপটি আটকে পড়ে। এসময় স্হানীয়রা বন বিভাগে খবর দেয়। পরে বিকেলে বন বিভাগের কর্মকর্তারা এসে কচ্ছপটি বুড়িগোয়ালিনী রেঞ্জে নিয়ে যান। সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন পশ্চিম বন বিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা হারুন-অর-রশিদ জানান, কচ্ছপের পিঠে বসানো স্যাটেলাইট ট্রান্সমিটারের পাশে বাংলাদেশ ফোন নম্বর সাঁটানো ছিল। সেই নম্বরে কথা বলে স্হানীয়রা নিশ্চিত হয় এটি বন বিভাগের কচ্ছপ। গবেষণার জন্য সুন্দরবনে ছাড়া কচ্ছপটি ভাসতে ভাসতে কালিন্দী নদীতে জেলেদের জালে ধরা পড়ে। করমজল কচ্ছপ প্রজেক্টের স্টেশন ম্যানেজার আব্দুর রব জানান, এক সময়ে বাংলাদেশ, ভারত ও মায়ানমারে বাটাগুর-বাসকা প্রজাতির কচ্ছপের অস্তিত্ব ছিল। যা এখন প্রায় বিলুপ্তির পথে। ২০১৪ সালে পূর্ব সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে দেশের বিলুপ্ত প্রায় বাটাগুরবাস্কা কচ্ছপের প্রজনন করা হয়। কচ্ছপগুলো সংগ্রহ করে গবেষণার জন্য কাজ করছেন সংশ্লিষ্টরা।