বাংলাদেশ নদী মাতৃক দেশ। এ দেশের সর্বত্র নদ নদী বেষ্টিত, আমাদের দেশের জনসাধারনের জন্য নদ নদী কাঙ্খিত ভুমিকা পালন করে চলেছে। বাস্তবতা হলো নদ নদী পরিবেশের ভারসাম্য রক্ষা করা হয় অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে চলেছে। এদেশের বিপুল সংখ্যক জনসাধারন মৎস্য শিল্পের উপর নির্ভরশীল আর নদ নদী থেকে দেশের জনসাধারন মৎস্য আরোহন করে চলেছে। বিপুল সংখ্যক জন সাধারনের জীবন জীবিকার উৎস হিসেবে বিবেচিত হচ্ছে নদ নদী। আমাদের দেশের নদ নদীগুলো যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বাংলাদেশ বরাবরই দুর্যোগ প্রবন এলাকা হিসেবে বিবেচিত এদেশের উপর দিয়ে বার বার প্রকৃতি তার রুদ্ররোষ প্রতিফলন ঘটায় ৩ জন মানুষের জীবন যাত্রায় বিঘœ ঘটায়। দেশের নদ নদী গুলোর সামগ্রীক পরিবেশ বর্তমান সময় রুগ্নতায় পর্যবেসিত হয়েছে। আন্তর্জাতিক বিশ্বে ও বাংলাদেশ নদী মাতৃক দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। বিশ্ববাসি আমাদের প্রকৃতি আর জলবায়ূ সম্পর্কে বিশেষ ভাবে অবগত, দেশের নদ নদী গুলো প্রতিনিয়ত ভাংছে তো ভাংছে। নদী ভাঙ্গনের ফলে দেশের ভূ-খন্ডের পাশাপাশি জনবসতি সহ জমিজমা নদী গর্তে বিলীন হয়েছে। সাতক্ষীরার বাস্তবতায় সীমান্ত নদী ইছামতির ভাঙ্গন থেমে নেই। যুগ হতে যুগান্তর ইছামতির ভাঙ্গন সীমান্ত পারের বহু সংখ্যক বসতবাড়ী নদী গর্ভে বিলীন হয়েছে। ইছামতির করাল গ্রাসে ইছামতির তীরের জীবন বিপন্ন এবং বিপর্যস্ত হয়েছে। অবিলম্বে নদী ভাংগন রোধ করা জরুরী। দেশের সীমান্ত নদী গুলো ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহনের মাধ্যমে আমাদের অস্তিত্ব এবং মর্যাদার প্রতিক নদীর জীবন রক্ষা করা। নদী বাঁচলে দেশ বাঁচবে, দেশের জনগন বাঁচবে।