স্টাফ রিপোর্টার ঃ নবজীবন ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে প্রতিষ্ঠানটির নিজস্ব অডিটোরিয়ামে। নবজীবন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সভাপতি তারেকুজ্জামান খান, নবজীবন পলিটেকনিকের অধ্যাক্ষ শেখ রফিকুল ইসলাম, নবজীবন ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক শেখ মফিজুর রহমান প্রমুখ। এসময় বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে গোলাম কিবরিয়া ও লামিয়া। প্রতিষ্ঠানটির সভাপতি তারেকুজ্জামান খান বলেন, নবজীবন স্কুলের সুনাম অব্যাহত রাখার দায়ীত্ব তোমাদেরই। এসময় তিনি, শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়া ও সুষ্ঠু পরিবেশ বজায় রেখে পরীক্ষা দেওয়ার আহবান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক কাজী মফিজুল হক, মাহমুদ হোসেন, শেখ বোরহান আলী, সুরাইয়া, পলাশ রায়, নাছরিন জামান, মোদাচ্ছের আলী, শাহানা খাতুন, মোক্তাদির হোসেন, প্রিতম দাস, আরাধন কুমার বাছাড়, রতœা ও ফাহাদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুলাহ আল মামুন।