সাতক্ষীরা নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র-ছাত্রীদের নবীন বরন অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় নবজীবন কমিউনিটি সেন্টারে নবীনবরন উপলক্ষে সকাল থেকে নবজীবন ক্যাম্পাস নবাগত ও অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের মিলন মেলায় পরিনত হয়। কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সুচনা হয়। নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের চেয়ারম্যান ও নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমা-তুজ-জোহরা। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনা সরকার উন্নত জাতি ও সুখি-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান কারিগরি শিক্ষা অত্যন্ত গুরুত্বপুর্ন। কারিগরি শিক্ষার্থীদের কখনই দেশে-বিদেশে চাকুরির অভাব হয়না। তারা দেশের যে কোন স্থানে তাদের কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী হতে সক্ষম। শিক্ষার প্রচার প্রসারে নবজীবন মানুষের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেছে। বর্তমানে লেখাপড়া করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট একধাপ এগিয়ে। নবজীবনের শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল অর্জন ছাড়াও স্থানীয়, বিভাগীয় ও জাতীয় বিজ্ঞান মেলায় সেরা হবার সফলতাও নিয়মিত ব্যাপার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, নব জীবন কার্য্য নির্বাহী কমিটির সহ-সভাপতি জোৎ¯œা আরা, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, নবজীবন ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন প্রমুখ। এ সময় নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের নবীন ও পুরাতন ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক সহ গন্যমান্য ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন। পরে আবৃতি, গানসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি