মীর আবু বকর ॥ সাতক্ষীরায় নবনির্মিত ভ্যাট কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের আয়োজনে গতকাল বিকালে শহরের কাটিয়া কাস্টম হাউজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম তিনি ফলক উন্মোচন ও দোয়ার মাধ্যমে ভ্যাট কমপ্লেক্স উদ্বোধন করেন। সাতক্ষীরা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মোঃ জিয়া উদ্দিনের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী,জাতীয় রাজস্ব বোর্ড সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) ফারজানা আফরোজ, সদস্য (কর প্রশাসন) মোহাম্মদ নায়িরুজ্জামান, খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার সৈয়দ আতিকুর রহমান, সাতক্ষীরা ভোমরা শূল্ক স্টেশনের ডেপুটি কমিশনার এনামুল হক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কওসার মোঃ আব্দুল ওয়াহিদ। উপস্থিত ছিলেন, অতিঃ জেলা প্রশাসক সার্বিক মোঃ সারোয়ার হোসেন, ভোমরা সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু, সাধাঃ সম্পাদক মাকসুদ খান, জেলা জুয়েলার্স সমিতির সাধাঃ সম্পাদক মনোরঞ্জন কর্মকার, রাজস্ব কর্মকর্তা ওমর ফারুক, মোঃ আব্দুল হাই হাওলাদার, অপূর্ব মন্ডল, সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ মাযাহারুল মেসবাহ, মাহাবুর আলম, মোহাম্মদ আল-আমীন, মোঃ আবু রায়হান সিদ্দিকী, সাতক্ষীরা গণপূতি বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী তানভীর হাসান, রাহুল দেব পাল সহ কাস্টম বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী। এর পূর্বে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে সাতক্ষীরা কাস্টম কমপ্লেক্সে চত্বর ঘুরে দেখেন। দোয়া পরিচালনা করেন হাফেজ কারী শেখ ফিরোজ হাসান। অপরদিকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমতুল মুনিম বিকাল ৫ টায় ভোমরা কাস্টমস কমপ্লেক্সের নাম ফলক উন্মোচন করেন। পরে সম্মেলন কক্ষে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় প্রশাসনের কর্মকর্তা, কাস্টমসের কর্মকর্তা এবং ভোমরা সিএনএফ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।