বিশেষ প্রতিনিধি \ আশাশুনি থানায় নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মাদ জাহাঙ্গীর হোসেন যোগদান করেছেন। রবিবার সন্ধ্যায় তিনি আশাশুনি থানায় যোগদান করেন। খুলনা জেলার খানজাহান আলী উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন ইতিপূর্বে ঢাকা, চট্টগ্রাম ও বাগেরহাট সদর থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি পদোন্নতি পেয়ে পটুয়াখালী জেলার দুমকি থানায় দুই বছর পাঁচ মাস পুলিশ পরিদর্শক (তদন্ত) এর দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সাতক্ষীরায় এক বছর দায়িত্ব পালন শেষে রবিবার সন্ধ্যায় আশাশুনি থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেন। নবাগত ওসি (তদন্ত) আশাশুনিতে যোগদানের পর থানার অফিসার ইনচার্জ এর দিকনির্দেশনায় আইন শৃঙ্খলা রক্ষায় যথাযথ ভূমিকা পালনে উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন।