শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন

নবাগত সিভিল সার্জন হিসেবে যোগদান করেছেন ডাঃ আব্দুস সালাম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

মীর আবু বকর ॥ সাতক্ষীরায় নবাগত সিভিল সার্জন হিসেবে যোগদান করেছেন ডাঃ আব্দুস সালাম। তিনি গতকাল সকালে সিভিল সার্জনের দায়িত্বভার গ্রহণ করেন।ইতোপর্বে খুলনা বিভাগীয় স্বাস্থ্য বিভাগের কার্যালয়ে সহকারি পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। মাগুরা জেলার সীমাখালী এলাকায় বাসিন্দা নবাগত সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম ২০ তম বিসিএস এর কর্মকর্তা হিসেবে মাগুরা মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে চাকরি জীবন শুরু করেন। পরবর্তীতে মাগুরা সদর উপজেলা পঃপঃ কর্মকর্তা,মধুখালী উপজেলা পঃপঃ কর্মকর্তা, যশোর শার্শা উপজেলা পঃপঃ কর্মকর্তা ও সাতক্ষীরা সদর হাসপাতালে আরও হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে যশোর শহরে বসবাস কারী ডাঃ আব্দুস সালাম ব্যক্তিগত জীবনে তিন কন্যার জনক। গতকাল বিকালে নবাগত সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম জানান, সরকার আমাকে এখানে পোস্টিং দিয়েছেন। সরকারি নির্দেশনা মেনে এখানে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার চেষ্টা করবো। আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। এই মুহূর্তে জেলার সকল হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে। আশা করছি চিকিৎসক স্বাস্থ্যকর্মী সহ সকলকে সাথে নিয়ে মানুষের সেবা প্রদান করতে পারবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com