স্টাফ রিপোর্টার ঃ নবজীবন এ উদ্যোগে ‘কমপ্যাক্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট থ্রু ডিজএ্যাডভানটেজড চিল্ড্রেন এডুকেশন সাপোর্ট, ইনকাম জেনারেশন এন্ড সেফ ওয়াটার, ফেজ-০২’ আওতায় উপকারভোগী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ভাতা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে গতকাল সকাল ১০ টায় নবজীবন কমিউনিটি সেন্টারে। নব জীবনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি শামসুল আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর সহকারী কমিশনা ভূমি সুমান আইরিন, সদর উপজেলার উপজেলা সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান, নবজীবন ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানের শেষাংশে উপকারভোগী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ শিক্ষা ভাতা ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় করেন নবজীবনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিম।