শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

নভেম্বরে চালু হচ্ছে খুলনার ২ টি পাট কল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

খুলনা প্রতিনিধি ॥ খুলনা রাষ্ট্রয়াত্ত বন্ধ হওয়া ৯টি পাট কলের মধ্যে ২টি জুট মিল ইজারার মাধ্যমে চালু করতে যাচ্ছে দুইটি ইজারা প্রতিষ্ঠান। আকিজ গুরুপ ও ফরচুন গুরুপ,আগামী মাসে যশোরের রাজঘাট এলাকার জেজেআই জুট মিল ও খালিশপুর শিল্প অঞ্চলের দৌলতপুর জুট মিল চালু করার জন্য পরিষ্কার পরিছন্নতার কাজ শুরু করে দিয়েছে। খুলনা অঞ্চলে বন্ধ ৯ টি পাটকলই ইজারার মাধ্যমে চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিজেএমসি। ইতোমধ্যে এই ২ টি পাটকল হস্তান্তর করা হয়েছে ইজারা গ্রহিতা প্রতিষ্ঠানের কাছে। তবে নতুন ব্যাবস্থাপনায় আস্থা পাচ্ছে না চাকরি হারা সব পাট কলের শ্রমিকরা। তাদের দাবি ইজারার পরিবর্তে রাষ্ট্রিয় ব্যাবস্থাপনায় মিল ২টি চালু করা হোক। বিজেএমসির খুলনা আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়কারী গোলাম রব্বানি জানান। দৌলতপুর জুট মিল ফরচুন গুরুপ কে গত ৪ সেপ্টেম্বরে ইজারা দেওয়া হয়েছে। ফরচুন গুরুপ কারখানা চালুর জন্য কাজ শুরু করে দিয়েছে। তাদের মাসিক ভাড়া সাড়ে নয় লক্ষ্য টাকা এর মধ্যে ২বছরের ভাড়া অগ্রিম দিয়েছে বিজেএমসির কাছে। এছাড়া যশোরের জে জে আই জুট মিল ইজারা প্রতিষ্ঠান আকিজ গুরুপ কে হস্তান্তর করা হয় তারা আগামী মাসে কারখানাটি চালু করবে চুক্তি অনুযায়ী। আরো জানায়, ক্রিসেন্ট, খালিশপুর, ইষ্টান, এবং কার্পেটিং জুট মিল ও ইজারার বিষয়টি প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আাগামী ১ মাসের মধ্যে অনুমোদন মিলতে পারে। স্টার ও, প্লাটিনাম জুট মিল ইজারা দেওয়ার জন্য আবারও দর পত্রের আহব্বানের প্রক্রিয়া চলছে। তবে আলিম জুট মিলের মালিকানা নিয়ে মামলা থাকায় ইজারা দর পত্র আহব্বান করা যায়নি। এ বিষয় গোলাম রব্বানী জানান, আগে যে পণ্য উৎপাদন হতো ইজারা গ্রহিতারাও একই পণ্য উৎপাদন করবে। যে সব শ্রমিক আগে কারখানা গুলোতে কাজ করতো তাদের মধ্যে যার কর্ম ক্ষমতা আছে তাদের নিয়োগ দেওয়া হবে। শ্রমিক নিয়োগের বিষয়টি নিয়ে ফরচুন গুরুপ ও আকিজ গুরুপের প্রতিনিধিদের সংগে যোগাযোগ করা হলে তারা এ বিষয় এখনি কিছু বলতে রাজি হননি। দৌলতপুর জুট মিলের সাধান সম্পাদক মোফাজ্জেল জানান,মিল বন্ধের ৩ বছর পরে হলে ও সব শ্রমিকের বকেয়া টাকা পরিশোধ করা হয়নি। আমাদের দাবি ছিলো মিল গুলো আধুনিকানায়ন করে রাষ্ট্রিয় ব্যাবস্থাপনায় চালু করা হোক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com