তারুণ্যের উৎসব উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠের ৩১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল বলেন, পাঠ্যপুস্তকের শিক্ষা কার্যক্রম যে নান্দনিক ও দৃষ্টিনন্দন হতে পারে তার একটি বহিঃপ্রকাশ ঘটিয়েছে এই বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। একটি সুন্দর তারুণ্যের আভা শিক্ষার্থীদের চোখেমুখে দেখতে পাচ্ছি। সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যয় ও অভিব্যক্তি তাদের চোখেমুখে দেখেছি তা আমাদের আশান্বিত করেছে। আমাদের দেশটি একসময় ঘুরে দাঁড়াবে এবং চমৎকার একটি ভবিষ্যতের দিকে যাত্রা শুরু হবে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সন্তানদের প্রতি লক্ষ্য রাখতে হবে। এরা অত্যন্ত কোমলমতি, এদের গড়ে ওঠার সময় এখন। এখন থেকেই যদি নৈতিকতা, ধর্মীয় শিক্ষা, ইতিহাস—ঐতিহ্য বিষয়ে শিক্ষা দেন তাহলে তারা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সচিব শরীফ আসিফ রহমান। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুজ্জামান খোকা’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামান। সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মোঃ আনিস—আর—রেজা। —তথ্য বিবরণী