এফএনএস: নরসিংদীর মাধবদীতে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে ও গতকাল মঙ্গলবার সকালে পৃথক এসব ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার মাধবদী ছোট গদাই চর এলাকায় নিহত আব্দুল গফুরের (৮০) সঙ্গে দোকান ভাড়া দেওয়া নিয়ে তার ছেলে আব্দুর রহমানের মনোমালিন্য চলছিল। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে বাড়ির কলের পাড়ে পড়ে থাকতে দেখেন তার মেয়েরা। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মেয়েদের অভিযোগ, দোকান ভাড়ার টাকা আত্মসাৎ নিয়ে দ্বন্দ্বে তাদের বড় ভাই এই ঘটনা ঘটাতে পারেন। মাধবদী থানার ওসি নজরুল ইসলাম বলেন, দোকান ভাড়ার টাকা নিয়ে মনোমালিন্য থেকে এ ঘটনা ঘটতে পারে। খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে আব্দুর রহমানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে গত সোমবার রাতে সদর উপজেলায় শেখের চর বাবুরহাট এলাকায় পান দোকানি মোফাজ্জল হোসেনের পরিবারের ওপর হামলা করে দুর্বৃত্তরা। রাত ১২টার দিকে মোফাজ্জল দোকান থেকে বাসায় আসেন। এসময় তিনি দেখতে পান তার স্ত্রী আছমা বেগম ও ১৪ বছর বয়সী মেয়ে তিথী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এছাড়া চার বছর বয়সী প্রতিবন্ধী ছেলে খাটে শুয়েছিল। স্থানীয়দের সহযোগিতায় দুজনকেই নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিথীকে মৃত ঘোষণা করেন। আছমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শেখেরচর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাসুদ আলম বলেন, নিহত তিথীর মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা হামলা করে পালিয়ে গেছে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে।