শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

আনন্দঘন পরিবেশে খুলনায় প্রতিষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির রূপসা বাইপাস রোড সংলগ্ন, লবণচরা থানাধীন স্থায়ী ক্যাম্পাসে বৃহস্পতিবার সকাল ১১ টায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ড. মোঃ রেজাউল আলম, সদস্য মিসেস নাহিদ নেওয়াজী, মোঃ মিজানুর রহমান, সৈয়দ হাফিজুর রহমান, মোঃ আজিজুল হক, ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. সেখ মোঃ এনায়েতুল বাবর, ট্রেজারার প্রফেসর কানাই লাল সরকার, ব্যবসায় প্রশাসন ফ্যাকাল্টির ডীন ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ড. মোঃ রউফ বিশ^াস, ফ্যাকাল্টি অব সায়েন্স এন্ড টেকনোলজির ডীন মোঃ ইনজামাম—উল—হোসেন, প্রক্টর মোঃ আছাদুজ্জামান, পরিচালক (অর্থ ও হিসাব) রবীন্দ্রনাথ দত্ত, প্রকল্প পরিচালক মোঃ রেজাউল আলম, ডেপুটি রেজিস্ট্রার মরিয়ম আকতার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহকারি প্রক্টরগণ, শিক্ষার্থী, শিক্ষক—কর্মকর্তাবৃন্দ। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে দোয়া পরিচালনা করেন মাও: আব্দুল মোমিন নোমানী। পরে এ উপলক্ষে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। পিঠা উৎসবে বিভিন্ন স্টলে শতাধিক দেশীয় বাহারি পিঠা শোভা পায়। অতিথিবৃন্দ সকল পিঠা স্টল পরিদর্শণ করেন।—প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com