নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদা ও ভাব—গাম্ভীর্যের সাথে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস—২০২৫ পালন করা হয়। এ দিন সকালে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলণের মাধ্যমে শহিদ দিবসের অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণ করেন। পরে তারা শহিদ হাদিস পার্কের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্প স্তবক অর্পণর করেন। অনুষ্ঠানের ২য় পর্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন মিলনায়তনে তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্ট্যাডিজের ডিন প্রফেসর ড. মোঃ রউফ বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কানাই লাল সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সায়েন্স এন্ড টেকনোলজির ডীন (ভারপ্রাপ্ত) মোঃ ইনজামাম—উল—হোসেন, রেজিস্ট্রার প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আনিছুৃর রহমান, প্রক্টর শাকীল আহমদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারি প্রক্টরবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ^বিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও সহকারী পরিচালক (জন সংযোগ) মিনা অছিকুর রহমান দোলন। দোয়া পরিচালনা করেন মাওঃ মুহাম্মাদুল্লাহ।