শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন

নর্দান ইউনিভার্সিটিতে মাদক ও ডিজিটাল আসক্তি মুক্ত সমাজ গঠনে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা (এনইউবিটিকে) ও আমেরিকান কর্ণার খুলনার যৌথ আয়োজনে মাদক ও ডিজিটাল আসক্তি মুক্ত সমাজ গঠনে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) বেলা ১২ টায় এনইউবিটি খুলনার শিববাড়িস্থ অস্থায়ী ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আহসান হাবীব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মিজানুর রহমান, শিক্ষাবিদ প্রফেসর আবদুল মান্নান, খান মোতাহার হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, এডভোকেট শেখ অলিউল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আহসান হাবিব বলেন, ডিজিটাল আসক্তির কারণ, ধরণ যদি অনুসন্ধান করা যায় তাহলে এটার সমাধান ও প্রতিকার করা অতি সহজ হবে। অভিভাবকেরা শিশু কিশারদের যথার্থ সময় না দেওয়ার কারণে তারা ডিজিটাল আসক্তির দিকে ঝুঁকে যাচ্ছে। তিনি আরো বলেন, বর্তমান তরুণ সমাজ বন্ধু নির্বাচনে ভুল করায় মাদকসক্তি সহ নানা অন্যায়মূলক কাজের সাথে জড়িয়ে পড়ছে। এ সময় এনইউবিটি খুলনার রেজিস্ট্রার ড. মো. শাহ আলম বলেন, বর্তমানে ৩০ শতাংশের বেশি শিক্ষার্থী ডিজিটালি আসক্ত এবং ৫০ শতাংশের বেশি শিক্ষার্থী মোবাইল ফোনে আসক্ত এবং এ আসক্তি ক্রমে বেড়েই চলেছে, পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা না থাকায় কিশোর, যুবক মাদকসক্তির দিকে ঝুঁকে যাচ্ছে। অনুষ্ঠানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। সেমিনারে বক্তারা মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠন সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। -প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com