নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগকে ছয় উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ। রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু হয়। টসে হেরে সিএসই বিভাগ নির্ধারিত ১৫ ওভারে ছয় উইকেটে ১৬০ রান সংগ্রহ করে। জবাবে ইইই বিভাগ ১৪ ওভার ৫ বলে চার উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। এই জয়ের ফলে ইইই বিভাগ অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়ার নির্বাচিত হন ইইই বিভাগের শিক্ষার্থী আল মামুন এবং পুরো টুর্নামেন্টে ২৩০ রান ও ৫ উইকেট সংগ্রহ করে টুর্নামেন্ট সেরা খেলোয়ার নির্বাচিত হন সিএসই বিভাগের শিক্ষার্থী মো. জুয়েল। ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এটিএম জহিরউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর জালাল উদ্দিন আহমেদ, বিভিন্ন বিভাগের প্রধান, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ। উলেখ্য, গত ৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের পারমানেন্ট ক্যাম্পাস মাঠে ৮টি বিভাগের অংশগ্রহণে শুরু হয় এই টুর্নামেন্ট। -প্রেস বিজ্ঞপ্তি