শিক্ষার্থীদের মধ্যে সুস্থ সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির লক্ষ্যে নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনায় (এনইউবিটিকে) দুই দিনব্যাপী আন্ত:বিভাগ সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় শিববাড়িস্থ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ-উপাচার্য প্রফেসর ড. এটিএম জহিরউদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সুস্থ সংস্কৃতির চর্চা ও সহশিক্ষা কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এই আয়োজন। শিক্ষার্থীরা প্রতিযোগিতায় তাদের কৃতিত্বের স্বাক্ষর যেমন রাখবে তেমনই দেশের সংস্কৃতিতেও ভূমিকা রাখবে বলে আশা করছি।” উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর জালাল উদ্দিন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. আশিকুদ্দিন মো. মারুফ, সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের এডভাইজরি ডিন প্রফেসর মো. রবিউল ইসলাম, রেজিস্ট্রার ড. মো. শাহ আলম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ। দুই দিনব্যাপী আয়োজনে বাংলা ও ইংরেজি ক্যাটাগরিতে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক, ফোক, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক ও ব্যান্ড সঙ্গীত ক্যাটাগরিতে গান, এবং একক ও দলীয় ক্যাটাগরিতে নাচের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথম দিতে কবিতা আবৃত্তি, এবং দেশাত্মবোধক, ফোক, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত ক্যাটাগরির গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিন রোববার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের বরণ ও আন্ত:বিভাগ সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে। সমাপনী দিনে একক ও দলীয় নাচ, এবং আধুনিক ও ব্যান্ড সঙ্গীত-এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন নর্দার্ন এডুকেশন গ্রুপের চেয়ারম্যান ও নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। -প্রেস বিজ্ঞপ্তি