বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার আলোর দিশা ফাউন্ডেশনের আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বাস্তবায়নে মঙ্গলবার বেলা ১১ টায় গরু পালনের মাধ্যমে আত্ম কর্মসংস্থান কর্মসূচী বিষয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, কালিগঞ্জ উপজেলা উপ—সহকারী প্রাণী সম্পদ অফিসার মোঃ মুজিবর রহমান। কর্মশালায় আলোর দিশা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ আব্দুল লতিফ, প্রোগ্রাম ম্যানেজার তাপস কুমার মল্লিকসহ উপকারভোগিরা।