বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে ১৫ মার্চ শনিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী পীর কেবলা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহসূফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছান উল্লা (র.) এঁর হাতে গড়া প্রতিষ্ঠান “¯্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” ব্রত নিয়ে চলা আহ্ছানিয়া মিশন প্রতিষ্ঠার ৯০ তম বর্ষপূর্তি উপলক্ষে “শতবর্ষ অভিমুখে আহ্ছানিয়া মিশন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. আফতাবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন নলতা পাক রওজা শরীফের খাদেম মৌলবি আব্দুর রাজ্জাক। সম্মেলনের উদ্বোধনী পর্বে আহ্ছানিয়া মিশনের দীর্ঘ ৯০ বছরের প্রাপ্তি ও প্রত্যাশা বিশ্লেষণ আলোচনায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় মিশনের যুগ্ন—সম্পাদক ডা. নজরুল ইসলাম এবং আলহাজ্ব চৌধুরী মোঃ আমজাদ হোসেন। এ সময় শতবর্ষের অভিমুখে আহছানিয়া মিশন শীর্ষক ধারণাপত্র উপস্থাপন করেন খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউটের মহাপরিচালক এ এফ এম এনামুল হক। সম্মেলনে স্বাগত বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় মিশনের সাধারণ সম্পাদক ড. কাজী আলী আজম। এছাড়াও বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষক ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কোষাধ্যক্ষ মোঃ ইউনুস, নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল ফজল প্রমূখ। অনুষ্ঠান শেষে সম্মেলনের ঘোষণাপত্র পাঠ করেন মিশনের সাধারণ সম্পাদক ড. কাজী আলী আজম। সম্মেলনের দিনব্যাপী দেশ—বিদেশের বিভিন্ন শাখা মিশনের কার্যক্রমের সচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নলতা শরীফে দেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী ইফতারির মাধ্যমে সম্মেলন সমাপ্ত হয়। সম্মেলনে আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা দেশ ও বিদেশের শতাধিক শাখা মিশনের প্রতিনিধিবৃন্দ আহ্ছানিয়া মিশন অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং মিশন সংশ্লিষ্ট বিভিন্ন সুধীজনসহ বিভিন্ন পর্যায়ের প্রায় এক হাজার মানুষ উপস্থিত ছিলেন।