মোঃ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার ইন্দ্রনগর হুসাইনাবাদ সিদ্দিকীয় ফাজিল মাদ্রসার সামনে সাইফুল ইসলাম ওরফে সামাদ (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাত করা হয়েছে। মঙ্গলবার ইফতার ও মাগরিবের নামাজের পর এঘটনা ঘটে। আহত সাইফুল ইসলাম ইন্দ্রনগর গ্রামের আব্দুল মালেকের পুত্র। সরেজমিনে এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, সাইফুল ইসলাম মাদ্রাসা সংলগ্ন মসজিদে ইফতারী করে নামাজ শেষে বাহিরে আসলে একই গ্রামের রেজাউল পাড়ের পুত্র মাদকাসক্ত আশরাফুল ইসলাম অমিত (১৮) তাকে ধরে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। সাইফুল ইসলামের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে আশরাফুল ইসলাম অমিত পালিয়ে যায়। এসময় স্থানীয়রা সাইফুল ইসলামকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছে।