বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা হাটখোলায় গ্রথসেন্টারে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নলতা ইউনিয়ন শাখার আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সুধী সমাবেশে নলতা ইউনিয়ন আমীর শিক্ষক আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য সাতক্ষীরা ৩আসনের নমিনী মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা আমীর মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারী প্রভাষক আব্দুর রউফ, উপজেলা যুব বিভাগের টিম সদস্য মাওঃ আশরাফ হোসেন, জেলা শুরা সদস্য কাজী মুজাহিদুল ইসলাম, উপজেলা শুরা সদস্য ডাঃ আজিজুল ইসলাম প্রমূখ। ইসলামী সংগীত পরিবেশন করেন, মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে ইউনিয়ন সেক্রেটারী হাবিবুল্লাহ’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্জ আইয়ুব হোসেন, রফিকুল ইসলাম, রুহুল আমিন, ইউপি সদস্য আঃ মজিদ, নিজামউদ্দীনসহ সুধীবৃন্দ।