বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এমজেএফ) এর সার্বিক ব্যবস্থাপনায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধি বিদ্যালয়ের শুভাঙ্কী ও আপনজনদের অর্থায়নে ২৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের শতাধিক প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজহারুল ইসলামে সভাপতিত্বে প্রধান অতিতি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়নের আমীর মাস্টার মোঃ আকবর হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের (এসডিএফ) নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম, নলতা ইউনিয়ন যুব জামায়াত ইসলামীর দায়িত্বশীল মোঃ আশরাফ হোসেন, এমজেএফের সাবেক সভাপতি মাসুমা সেরমিজ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক—শিক্ষিকা ও স্টাফদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম, আরিফ হোসেন, আবুল কাশেম, আব্দুল্লাহ, রহিমা খাতুন, আবুল হুসাইন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম।