বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার ইডা সংস্থার ৪র্থ তলায় ট্রেনিং রিসোর্স সেন্টারে ৩১ ডিসেম্বর’ ২৪ মঙ্গলবার রাত ৮টায় ফ্রেন্ডস ফর এভার এর বন্ধু সমাবেশ ও কমিটি গঠন করা হয়ছে। উক্ত অনুষ্ঠানে শিক্ষা ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিতি হিসেবে বক্তব্য রাখেন, ইডার নির্বাহী পরিচালক মোঃ আকতার হোসেন, আলোর দিশা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ আব্দুল লতিফ, ডাঃ মোঃ রফিকুল আলম, ব্যবসায়ী মোঃ আনারুল ইসলাম, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। মোঃ আবুল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানের শেষ প্রান্তে গরীব অসহায় রোগী ও গরীব অসহায় শিক্ষার্থীর সাহায্যে করা, অসহায় মানুষের কর্মসংস্থান করার লক্ষ্য নিয়ে সর্বসম্মতিক্রমে শিক্ষক জালাল উদ্দিনকে সভাপতি, মোঃ আকরাম হোসেনকে সাধারণ সম্পাদ ও আবুল হুসাইনকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ঠ ২বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে।