বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় ১৫ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০টায় গভ: রেজি: হোমিও রিসার্স ও চিকিৎসক কল্যান সমবায় সমিতির বার্ষিক চিকিৎসক সমাবেশ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে দেবহাটা উপজেলা সমিতির সহ—সভাপতি ডাঃ ইয়াছির আরাফাতের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সমিতির ম্যানেজিং ডাইরেক্টর (এমডি) স্বর্ণপদক প্রাপ্ত অধ্যক্ষ ডাঃ এম.এ জাফর ছিদ্দিক। ডাঃ মোঃ ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ মাহমুদুল হাসান ই¯্রাফিল, ডাঃ আশরাফুল ইসলাম, ডাঃ অহিদুজ্জামান, ডাঃ ইমদাদুল হক, ডাঃ ওমর ফারুক, ডাঃ শিরিন সুলতানা, ডাঃ অসিম কুমার ব্যানার্জি, বাবু স্বপন কুমার ব্যানার্জি, সমিতির কেন্দ্রীয় নির্বাহী সদস্যবৃন্দ, উপজেলা কার্যকারী সদস্যবৃন্দ। অনুষ্ঠানে আশাশুনি চিকিৎসক কল্যান সমিতির পক্ষ থেকে সমিতির ম্যানেজিং ডাইরেক্টর (এমডি) স্বর্ণপদক প্রাপ্ত অধ্যক্ষ ডাঃ এম.এ জাফর ছিদ্দিককে কৃতি সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বলেন, অধ্যক্ষ ডাঃ এম.এ জাফর ছিদ্দিক বলেন, দেশের মধ্যে একমাত্র আমাদের এই রেজিষ্টার্ড সমিতির প্রচেষ্টায় জেলা প্রশাসকের অনুমোদন লইয়া প্রতিটি ইউনিয়ন পরিষদে দাতব্য চিকিৎসা দেওয়ার সুযোগ পাইয়াছি।